Connecting You with the Truth

নূর হোসেনকে ফেরত ‘শিগগিরই’

nur-Hossainস্টাফ রিপোর্টার:
ভারতে অন্তরীণ নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে ‘শিগগিরই’ ফেরত আনা হচ্ছে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকের পর কমিটির সভাপতি টিপু মুনশি সাংবাদিকদের একথা জানিয়েছেন। নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাত হত্যাকাণ্ডের আসামি নূর হোসেন কলকাতায় গ্রেপ্তার হয়ে তিন মাস ধরে পশ্চিমবঙ্গের কারগারে রয়েছেন। এই আসামিকে ফেরতে নানা উদ্যোগের কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হলেও তাতে কোনো অগ্রগতি দৃশ্যমাণ নয়। নয়া দিল্লি বলেছে, বাংলাদেশ নূর হোসেনকে ফেরত চাইলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। টিপু মুনশি বলেন, কমিটির বৈঠকে নূর হোসেনকে ফিরিয়ে আনার বিষয়টি আলোচনা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত যেসব কাগজপত্র চাওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে সব কাগজপত্র পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে নূর হোসেনের গ্রেপ্তার ও তাকে হস্তান্তরের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। টিপু মুনশি বলেন, “খুব শিগগির তাকে (নূর হোসেন) ফিরিয়ে আনা সম্ভব হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠিয়েছে। তাকে ফিরিয়ে আনার বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়ে এ ব্যবস্থা নেয়া হচ্ছে।” কবে নাগাদ এই উদ্যোগ ফলপ্রসূ হবে- জানতে চাইলে তিনি বলেন, “সময়সীমা বলা যাবে না।” বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় নূর হোসেনকে ফিরিয়ে আনতে সরকার প্রক্রিয়া চালাচ্ছে বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ইতোপূর্বে জানিয়েছিলেন। সংসদীয় কমিটির বৈঠকে দেশে মাদকের বিস্তার রোধে এ সংক্রান্ত প্রতিবেদন তৈরির জন্য একটি উপকমিটি গঠন করা হয়েছে। টিপু মুনশি বলেন, “তিন সদস্যের এই উপ কমিটিকে তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।” বৈঠকে পুলিশ বাহিনীতে লোকবল নিয়োগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনবল বাড়ানো ও মেট্রোপলিটন পুলিশের বিষয়ে আলোচনা হয় বলে জানান তিনি।

Comments
Loading...