Connecting You with the Truth

নেইমারের পরিবর্তন হওয়া

স্পোর্টস ডেস্ক:বিশ্বকাপ ব্যর্থতা এখনও তাড়া করে বেড়ায় ব্রাজিলিয়ানদের। অনেকগুলো দিন পার হয়ে গেলেও তাই নেইমার মনে করেন তাদের পুরোপুরি ঘুরে দাঁড়াতে কিছুটা সময় দিতে হবে। দুঙ্গার ব্রাজিল নিয়মিতই জয় পাচ্ছে। তবুও ২২ বছর বয়সেই ব্রাজিলের নেতৃত্ব দেয়ার সুযোগ পাওয়া নেইমার মনে করেন স্বরুপে ফিরার সময় দিতে হবে তার দলকে। তবে নিজেকে তৈরি করার জন্য সময় চাইছেন না নেইমার। তিনি নিজেকে এখন বদলে যাওয়া এক পরিণত খেলোয়াড়ই ভাবছেন। মঙ্গলবার গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি মনে করি আমি অনেকটাই পরিণত হয়েছি। এবং পেশাদার খেলেয়াড় হিসিবে নিজেকে তৈরি করেছি। আমি অনুভব করি আমি এখন অনেকটাই পরিবর্তিত।’ দলের অভিজ্ঞ খেলোয়াড় ও বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতাই বদলে দিয়েছে নেইমারকে। এবিষয়ে নেইমার বলেন, ‘আমি সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে শিখেছি অনেক কিছুই। ক্লাবেও শিখছি প্রতিনিয়তই।’ বয়সটা ২২ হলেও তাই ব্রাজিলের অধিনায়কের চ্যালেঞ্জটা গ্রহণের জন্য তৈরি নেইমার। তবে বিশ্বকাপের ব্যর্থতা বিষয়ে প্রশ্ন করা হলে নেইমার বলেন, ‘অল্প সময়ের অনুশীলন ও এক ম্যাচ খেলেই নিজেদের পরিবর্তন করা সম্ভব নয়। নতুন কোচের সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করছি আমরা। তাই নতুন পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতেও সময় লাগবে। আমাদের যা বলা হচ্ছে তাই করছি। পারফরমেন্সের উন্নতির চেষ্টা করছি।’ তরুণ নেইমারের কথাগুলো বেশ গুছানো আর পরিণতই মনে হল এদিন। সাক্ষাৎকারের পর দলকে ইকুয়েডরের বিপক্ষে জিতিয়েছেনও। ম্যাচের একমাত্র গোলটি বানিয়ে দেয়ার কাজটা তিনিই করেছেন। ব্রাজিলকে নিয়মিত জয় এনে দিচ্ছেন বার্সেলোনা তারকা নেইমার। তাই নেইমারের তরুণ প্রতিভা থেকে বদলে পরিণত অধিনায় হওয়ার দাবিটা যে যথার্থ তা বোঝাই যাচ্ছে।


Leave A Reply

Your email address will not be published.