Connecting You with the Truth

নেইমারের সতীর্থ বিশ্ব সেরা লিওনেল মেসি

s-4
স্পোর্টস ডেস্ক:
বার্সেলোনার ব্রাজিল তারকা নেইমার তার ক্লাব সতীর্থ আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে বিশ্ব সেরা বলে জানালেন। এদিকে ক্লাবের কোচ লুইস এনরিক মনে করেন মেসি চাইলে বিশ্বের সেরা ডিফেন্ডার হতে পারবে। লা লিগার নিজেদের তৃতীয় ম্যাচে অ্যাতলেতিকো বিলবাওয়ের বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়েছে বার্সেলোনা। ম্যাচে জোড়া গোল করেছেন ব্রাজিলের পোস্টারবয় নেইমার। মেসির অ্যাসিস্টে ম্যাচের ৭৯ এবং ৮৪ মিনিটে গোল দুটি করেন নেইমার। ম্যাচ শেষে তাই মেসিকে অভিনন্দন জানাতে ভুল করেন নি ব্রাজিলের বর্তমান অধিনায়ক। ম্যাচ শেষে নেইমার বলেছেন, ‘আমি আজকের ম্যাচে খেলতে পেরে দারুন খুশি। মাঠে নেমে দুটি গোলও পেয়েছি। মেসি বিশ্বের সেরা একজন ফুটবলার এবং একজন তারকা।’ দুটি গোলেই মেসির অবদান ছিল বলে নেইমার জানান, ‘আমি ব্রাজিলের জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলে অনেক লম্বা ভ্রমণ শেষে মাঠে নেমেছি। ক্লান্তি নিয়ে খেলেও মেসির সহায়তায় স্কোর করেছি। এ মৌসুমটা একান্তই আমার হতে যাচ্ছে।’ এদিকে ক্লাবের কোচ লুইস এনরিক মেসির অসাধারণ পারফর্মে বেজায় খুশি। তিনি মনে করেন, মেসি তার পজিশনে খেলতেই বেশি পছন্দ করে। তবে, দলের প্রয়োজনে সে রক্ষনভাগকে সাহায্য করতে নিচে নেমে আসে। এনরিক বলেন, ‘মেসি শুধু গোল করেই বিশ্ব সেরা হয় নি। সে গোল করাতে দলকে দারুন সাহায্য করে থাকে। তার প্রমান সে আবারো দিয়েছে।’ অনেকটা মজা করে তিনি আরো যোগ করেন, ‘আমি মনে করি, মেসির এখন পজিশন পরিবর্তন করে নিজেকে ডিফেন্ডার হিসেবে সেরা প্রমান করা দরকার। শিশুরা যেভাবে ভিডিও গেমে তাকে দিয়ে সবখানে খেলায়।’ লা লিগার নতুন মৌসুমের প্রথম ম্যাচে এলচের বিপক্ষে ৩-০ গোলের জয় পায় বার্সা। সে ম্যাচে মেসি জোড়া গোল করেন। পরের ম্যাচে ভিলারিয়ালের বিপক্ষে মেসি গোল না পেলেও গোল করান সান্দ্রো রামিরেজকে দিয়ে। আর নেইমারকে দিয়ে করানো পরের ম্যাচের দুটো গোলেই অবদান রাখেন মেসি।

Comments
Loading...