Connecting You with the Truth

নেত্রকোনায় জন্মাষ্টমী পালিত

নেত্রকোনা সদর:
নেত্রকোনা সার্বজনীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে গতকাল রবিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা শহরের নরসিংহ জিউর আখড়া প্রাঙ্গণ থেকে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপির নেতৃত্বে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নেত্রকোনা জন্মাষ্টমী উদ্যাপন কমিটির সভাপতি অধ্যাপক রনজিত কুমার সাহার সভাপতিত্বে আলোচনায় বক্তৃতা করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, জেলা পরিষদের প্রশাসক মতিয়র রহমান খান, জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, পৌর মেয়র প্রশান্ত কুমার রায়, নজরুল ইসলাম খান, কেশব রঞ্জন সরকার, নির্মল কুমার দাস, অ্যাডভোকেট সিতাংশু বিকাশ আচার্য্য, মঙ্গল চন্দ্র সাহা রায়, সুব্রত রায় মানিক প্রমুখ।

Comments
Loading...