নেত্রকোনায় মামলার বাদীকে কুপিয়ে হত্যা
মোফাজ্জল হোসাইন খান টুকন, নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের জিগাতলা মোড়ে গতকাল (বৃহস্পতিবার) সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মামলার বাদী কৃষক আবদুস সাত্তার (৪৫) কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ হাফিজ উদ্দিন ও তার লোকজন। তার বাড়ি উপজেলার আলমপুর গ্রামে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্বধলার আলমপুর গ্রামের আবদুস সাত্তারের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের হাফিজ উদ্দিনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে হাফিজ উদ্দিন ও তার লোকজনের বিরুদ্ধে মামলা করেন আবদুস সাত্তার। গতকাল সকালে হাজিরা দিতে জেলা সদরে আদালতে যাচ্ছিলেন তিনি। বেলা ১১টার দিকে পথিমধ্যে জিগাতলা মোড়ে হাফিজ উদ্দিন, আজিম উদ্দিন খোরশেদ মিয়াসহ ৭-৮ জন তাকে ঘেরাও করে। দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তাকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আবদুস সাত্তার মারা গেছেন। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।