Connecting You with the Truth

নেত্রকোনায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মো. আবদুল হামিদ বৃহস্পতিবার দুর্গাপুর উপজেলার আলমপুর গ্রামের মো. আমজাদ হোসেন (৪০) হত্যা মামলার রায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৫ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হচ্ছে, দুর্গাপুর উপজেলার রামনগর গ্রামের মৃত জসমত আলীর ছেলে সাহেব আলী, কলমাকান্দা উপজেলার আনন্দপুর গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে হাছু, ফুলপুর গ্রামের পীরবক্সের ছেলে জালাল।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর উত্তরপাড়ের নদীর চরে মো. আমজাদ হোসেনকে ১৯৯৮ সালের ১২ জানুয়ারি হত্যা করে লাশ ফেলে দেয়া হয়। পরদিন নিহতের পিতা কামাল হোসেন বাদী হয়ে ৬ জনকে আসামী করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ১৬ অক্টোবর আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। বিজ্ঞ বিচারক উভয় পক্ষের স্বাক্ষ্যপ্রমাণাদি গ্রহণান্তে গতকাল (বৃহস্পতিবার) উপরোক্ত রায় প্রদান করেছেন। একই মামলায় অপর ৩ আসামীকে বেকসুর খালাস দেয়া হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আবদুল কাদির ভূঁইয়া। আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন  অ্যাডভোকেট আবদুল আজিজ তালুকদার ও অ্যাডভোকেট পুরবী কুণ্ড।

Comments
Loading...