Connecting You with the Truth

নেত্রীর জন্মদিনে কর্মী সংগ্রহ সভা করলো নগরীর ১৮নং ওয়ার্ড ছাত্রদল

বায়েজিদ প্রতিনিধি, চট্রগ্রাম:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বন্দর নগরী চট্টগ্রামের ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে এক কর্মীসংগ্রহ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর ও ১৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোহাম্মদ তৈয়ব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. কামরুল ইসলাম। স্থানীয় ছাত্রদল নেতা কুতুব উদ্দিন রাজুর সভাপতিত্বে শুক্রবার সকাল ১০টায় কাউন্সিলরের বাসভবনে অনুষ্ঠিত কর্মীসংগ্রহ সভাটি পরিচালনা করেন মো. ওমর ফারুক। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. মনিরুল ইসলাম মনির, সাজ্জাদ হোসেন, মাহমুদুর রহমান, সাইফুল ইসলাম, দীপক দাশ, শাখাওয়াত হোসেন প্রমুখ।
সভায় প্রধান অতিথি মো. তৈয়ব বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনের আন্দোলন সংগ্রামে ছাত্রদলের সকল নেতা কর্মীদের ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভা শেষে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং তার জীবনের উত্তোরোত্তর সফলতা কামনা করা হয়।

Comments
Loading...