Connecting You with the Truth

নেপালকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

s-5
স্পোর্টস ডেস্ক:
১৭তম এশিয়ান গেমসের প্রমিলা ক্রিকেটের তৃতীয় কোয়ার্টার ফাইনালে নেপালকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ৮১ রানের বড় জয় দিয়ে এশিয়ান গেমসে স্বর্ণ জয়ের মিশন শুরু করলো সালমারা। টসে হেরে ব্যাট ব্যাাট করতে নেমে ৪ উইকেটে ১০৭ রান তোলে বাংলাদেশ। জবাবে রুমানা-জাহানারা-সালমাদের বোলিং তোপে মাত্র ২৬ রানে গুটিয়ে যায় নেপাল। দুই অঙ্কের কোটায় পৌঁছতে পারেনি কোনো নেপালি ব্যাটসম্যান। তবে মি: একস্ট্রা থেকে সর্বোচ্চ ১০ রান এসেছে নেপালের ২৬ রানের ইনিংসে। বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন ও রুমানা আহমেদ ৩টি করে উইকেট নেন। এছাড়া জাহানারা আলম ও ফাহিমা খাতুন নেন ২টি করে উইকেট। বলা চলে, বাংলাদেশী মেয়েদের বোলিং তোপে এ দিন দাঁড়াতেই পারেনি নেপালের প্রমিলা ব্যাটসম্যানরা। এর আগে টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ প্রমিলা দল আয়শা রহমানের অর্ধশতকে(৫১) নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৭ রান তোলে। আয়শার অর্ধশত রানের ইনিংসটিতে ছিল ২টি বাউন্ডারি। এ ছাড়া লতা মণ্ডল ১১ এবং শাহনাজ পারভিন ১২ রান করেন। উল্লেখ্য, বাংলাদেশ গতবারের এশিয়ান গেমসে রানার্সআপ হওয়ায় অ্যাডভানটেজ হিসেবে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে ইনচন এশিয়ান গেমসে অংশ নিয়েছে।


Comments
Loading...