Connecting You with the Truth

নেপালে যাত্রীবাহী বিমান নিখোঁজ

neplআন্তর্জাতিক ডেস্ক: নেপালে ২১ আরোহী নিয়ে একটি ছোট বিমান পার্বত্য এলাকায় নিখোঁজ হয়েছে। বুধবার দেশটির বিমান কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

যোগেন্দ্র কুমার নামে এক কর্মকর্তা বলেছেন, বিমানটি ১৮ মিনিটের একটি ফ্লাইটের জন্য উড্ডয়ন করার পরপরই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। বিমানটির গন্তব্যস্থলে যাওয়ার আগে আর কোনো অবতরণের যাওয়া নেই।

বিমানটি কাঠমান্ডুর রিসোর্ট শহর পোখারা থেকে জমসনের দিকে যাচ্ছি। জমসন পাবর্ত্য এলাকায় ট্রেকারদের ট্র্যাকিং শুরুর জায়গা। ‘দ্য টুইন ওটার’ নামের বিমানটি নেপালের তারা এয়ারলাইন্স পরিচালনা করে। খবর: এনডিটিভি।

Comments
Loading...