নেলপলিশ ভয়ঙ্কর ডেট রেপ ড্রাগস শনাক্ত করবে
ধর্ষক চিনে নেবে নেল পলিশ। এ-ও কি সম্ভব! সম্ভব। কারণ যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী এমন এক নেল পলিশ বের করেছেন যা ডেট রেপ ড্রাগ শনাক্তকরণ করতে পারবে। রফিনল, এক্সন্যাক্স, জিএইচবির মত কিছু ওষুধকে ‘ডেট রেপ ড্রাগ’ বলা হয়।
সারা বিশ্বজুড়েই এই ওষুধগুলো নারীদের পানীয়র মধ্যে মিশিয়ে তাদের অচৈতন্য করে ফেলে। তারপর তাদের ওপর যৌননির্যাতন চালানো হয়। এই নেল পলিশ যৌননির্যাতনের কবলে পড়ার থেকে নারীদের রক্ষা করবে বলে আশা করা হচ্ছে।
ভাবছেন কিভাবে! আন্ডারকভার কালারস নামের এই নেলপলিশ ভয়ঙ্কর ডেট রেপ ড্রাগসের সংস্পর্ষে আসলেই রং পরিবর্তন করে ফেলে। শুধুমাত্র আঙুলটি পানিতে ডোবাতে হবে। যদি কোনো অসঙ্গতি থাকে, তাহলে তাৎক্ষণিক বদলে যাবে পানির রঙ। ফলে নারীরা আগেই তাদের পানীয়তে রেপ ড্রাগসের উপস্থিতি সম্পর্কে সতর্ক হয়ে যেতে পারবেন।
এই নেলপলিশের মাধ্যমে আঙুল দিয়ে নিজেদের পানীয় সামান্য নাড়াচাড়া করলেই তার মধ্যে ডেট রেপ ড্রাগসের উপস্থিতি টের পেয়ে যাবেন তারা।