নোয়াখালীতে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ২০
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর-রামগতি সড়কের মন্নাননগর চৌরাস্তা বাজার এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সেলিম (৪০) নামের একজন নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে এ দুর্ঘটনায় অটোরিকশা ও বাসে থাকা ২০ জন যাত্রী আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন সোনাপুর-রামগতি সড়ক অবরুদ্ধ করে রেখেছে। নিহত সেলিম সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের উত্তর শুল্লকিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। আহতদের নামপরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার থেকে একটি যাত্রীবাহী বাস (নোয়াখালী-জ ০৫০০৮১) সোনাপুরের উদ্দেশে আসছিল। অন্যদিকে নোয়াখালীর সোনাপুর জিরোপয়েন্ট থেকে ৫জন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশার নোয়ারহাট বাজারের উদ্দেশে ফিরছিল। পথে নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মন্নাননগর চৌরাস্তা বাজারের পশ্চিমে স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিনের বাড়ির সামনের সড়কে বাসটি অটোরিকশাকে মুখোমুখি চাপা দিলে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী সেলিম মারা। অটোরিকশায় থাকা অপর চার যাত্রী গুরুতর আহত হয়। পরে বাসটির একটি চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে মধ্যে পড়ে গেলে বাসে থাকা অন্তত ১৬ জন যাত্রী আহত হয়। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার কাজ চলছে।