ন্যান্সির মতো তানিশার আÍহত্যার চেষ্টা!
বিনোদন ডেস্ক:
বলিউডে ঘটে যাচ্ছে একের পর এক আÍহত্যার ঘটনা। অবশ্য আমাদের দেশেও কম নেই। এই তো কিছুদিন আগেই আÍহত্যার চেষ্টা করলেন স্বনামধন্য গায়িকা ন্যান্সি। আর এবার আÍহত্যার সংবাদ এলো ঢাকাই সিনেমার এক চিত্রনায়িকা তানিশা মির্জার। কয়েকটি অনলাইন মিডিয়ার সংবাদ অনুযায়ী জানা যায়, সোমবার ঘুমের ওষুধ খেয়ে আÍহত্যার চেষ্টা করেন তানিশা। বাড্ডা নিজের বাসায় তানিশা ১৪টি ঘুমের ওষুধ খেয়ে আÍহত্যার চেষ্টা করেন বলে জানা যায়। পরে তাকে এশিয়ান হাসপাতালে ভর্তি করা হয়। তানিশা “সেলিব্রেটি” নামক একটি চলচ্চিত্রে কাজ করছিলেন। এ ছবিটি তানিশা অভিনীত প্রথম চলচ্চিত্র। বেশ কিছু টিভি নাটকে অভিনয় করলেও চলচ্চিত্রে তানিশা মির্জা একেবারেই নতুন। এবং চলচ্চিত্রে অভিনয় করলেও চিত্রনায়িকা হিসেবে তেমন আলোচনা তৈরি হয়নি তাকে নিয়ে। তবে কি আÍহত্যার চেষ্টা সেই হতাশা থেকে। নাকি এর অন্তরালে আছে অন্য কোন কারণ। অনেকের মতে তানিশার এই আÍহত্যার চেষ্টা আসলে একটি সাজানো নাটক। নিজেকে খবরের শিরোনামে আন্মে এই নাটক সাজিয়েছেন তিনি। এবং গায়িকা ন্যান্সির আÍহত্যা নিয়ে হৈচৈ দেখেই তানিশার এই অপচেষ্টা। কেননা মিডিয়ায় টিকে থাকতে গেলে আলোচনায় থাকাটা খুবই জরুরী। তবে মিডিয়ায় আসার পর থেকেই একের পর এক নেতিবাচক বিষয় নিয়ে আলোচনায় থেকেছেন তানিশা। তাঁর অভিনয় বা ক্যারিয়ার নিয়ে কেউই মাথা ঘামায়নি। তবে অন্ধকার জগতের সাথে তার যোগাযোগটা অনেকেরই নজর কেড়েছে। জানা যায়, চলচ্চিত্র নায়িকা হওয়ার স্বপ্নকে পুঁজি করে অনেকেই তানিশাকে নানাভাবে ব্যবহার করত। বাড্ডায় পরিবার বিচ্ছিন্ন হয়ে একা থাকতেন তানিশা। সেখানে চলচ্চিত্রপাড়ার অনেকেরই নিয়মিত আসা-যাওয়া ছিল। পরিবার বিচ্ছিন্ন থাকা আর চলচ্চিত্রে কাক্সিক্ষত ক্যারিয়ার গড়তে না পারার হতাশা গ্রাস করেছিল তানিশাকে। অন্যদিকে চলতি বছরের মার্চ মাসে রাজধানীর কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটির সামনে ২ যুবক অস্ত্রের মুখে নিজেদের সিআইডি পরিচয় দিয়ে তানিশাকে অপহরণের চেষ্টা করে। সবকিছু মিলিয়ে কেউ কেউ মনে করছেন চলচ্চিত্রের অন্ধকার অধ্যায়ের সঙ্গে মিশে গেছেন তানিশা। এসব কারণেই তানিশা অভিনেত্রী নয়, নেতিবাচক বিষয় নিয়েই বারবার সংবাদ শিরোনাম হচ্ছেন। আপাতত তানিশা ভালো আছেন, সুস্থ আছেন। মঙ্গলবার দুপুরে তানিশাকে বাসায় নিয়ে যাওয়া হয়।