বিনোদন
ন্যান্সি এখন প্রায় অনেকটা সুস্থের পথে
বিনোদন ডেস্ক:
উন্নত চিকিৎসার জন্য জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রাজধানীর ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টায় তাকে ল্যাবএইড স্পেশালিস্ট হসপিটালে নেওয়া হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। হসপিটালের কোঅর্ডিনেটর ডা. আলি আবরার জানান, ন্যান্সিকে ভর্তি করার পর তার অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত। এ বিষয়ে হসপিটালের কর্পোরেট কমিউনিকেশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আশরাফুর রহমান লেনিন জানান, আইসিইউতে যেসব জটিল রোগী আসেন ন্যান্সির অবস্থা তেমন নয়। তিনি অনেক সুস্থ। তবুও তাকে আইসিইউতে নিবিড় পরিচর্যার জন্য রাখা হয়েছে। তবে অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ার কারণে মাঝে মাঝে প্রলাপ বকছেন। কবে নাগাদ ন্যান্সিকে রিলিজ দেওয়া হতে পারে জানতে চাইলে তিনি জানান, ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। যদি এর আগে অবস্থার উন্নতি হয় তবে আগেই রিলিজ দেওয়া হতে পারে। হাসপাতালে তার সঙ্গে স্বামী জায়েদ, ছোটভাই জনি ও পরিবারের অন্যান্য সদস্য রয়েছেন। জায়েদ জানান, ন্যান্সির অবস্থা এখন আশংকামুক্ত। তিনি আগের চেয়ে ভালো আছেন। এর আগে শনিবার রাত ৮টার দিকে নেত্রকোনায় ন্যান্সি বাবার বাড়িতে ঘুমের ওষুধ খেয়ে আÍহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে নেত্রকোনা আইডিয়াল হসপিটালের একটি অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকায় আনা হয় ন্যান্সিকে।
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস