Connecting You with the Truth

ন্যুডলস স্প্রিং রোল

it-2
রকমারি ডেস্ক:
ন্যুডলস স্প্রিং রোল ওগএ ৭৬০৮ঢাকা: ভোজন রসিক বাঙালিরা ভাজাপোড়া ও মুখরোচক খাবার খেতে খুব পছন্দ করেন। ভোজন বিলাসিদের কথা মাথায় রেখে বিকেল কিংবা সন্ধ্যার আড্ডায় চটজলদি তৈরি করে ফেলতে পারেন মজাদার ন্যুডলস স্প্রিং রোল।

যা লাগবে:
সেদ্ধ ন্যুডলস ১ বাটি, আদা, রসুন, পিঁয়াজ সব একসঙ্গে কুচানো ১ কাপ, সয়া সস ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল ২ টেবিল চামচ, ময়দা ১ কাপ, ডিম একটা, কর্নফ্লাওয়ার ১/২ কাপ, দুধ ব্যাটার তৈরির জন্য প্রয়োজন মতো, ভাজার জন্য তেল।

যেভাবে তৈরি করবেন:
ননস্টিক প্যানে তেল দিন। তেল গরম হলে আদা-রসুন-পিঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে নিন। মশলার সুগন্ধ বের হলে সেদ্ধ ন্যুডলস মেশান। ভালভাবে নেড়ে নিয়ে সয়া সস দিন। সসের সঙ্গে ন্যুডলস ভালো করে মিশে গেলে নামিয়ে নিন। অন্য একটা প্যানে ময়দা, কর্নফ্লাওয়ার, ডিম, লবণ ও দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করুন। শুকনো তাওয়ায় এই ব্যাটার অমলেটের মতো গোল করে ছড়িয়ে দিন। দু’পিঠ সেঁকা হলে নামিয়ে নিন। এটি খুব বেশি মোটা হবে না। পাতলা প্যানকেকের মতো হবে। প্যানকেকের মধ্যে ন্যুডলস রেখে রোলের মতো মুড়ে তেল গরম করে সোনালী করে ভেজে টমেটো কেচাপের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।


Comments
Loading...