Connecting You with the Truth

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম নড়াইলের মাদক ব্যবসায়ীদের কাছে মূর্তিমান আতঙ্ক

১২০ বোতল ফেন্সিডিল ও ৩৫০ পিছ ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী আটক

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের ১২০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত ব্যাক্তির নাম রনি ইসলাম (৩০) সে পাবনা সদর উপজেলার খোদাএপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে সাতটার দিকে ডিবি এএসআই হাসানুজ্জামান এর নেতৃত্বে একদল ডিবি পুলিশ নড়াইল-যশোহর সড়কের সিতারামপুর এলাকা থেকে একটি মাইক্রোবাস তল্লাসি চালিয়ে ১২০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে। এসময় ঢাকা মেট্র-ট ০২৩৮৯১ নং একটি মাইক্রোবাস ও আটক করে।

ডিবি এএসআই আলমগীর জানান, নড়াইল সদর থানায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম এ প্রতিবেদক উজ্জ্বল রায়ের কাছে আটকের বিষয় নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে নড়াইল-যশোর সড়ক ব্যবহার করে মাদক ব্যবসা করে আসছিল। অপরদিকে নড়াইলে মাদক ব্যবসায়ীদের কাছে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম এখন মূর্তিমান আতঙ্ক হিসাবে পরিচিত হয়ে উঠেছেন। মাদক এখন নড়াইল থেকে মুক্ত হয়ে যাওয়ার পরিবেশ এসে গেছে। তাই নড়াইলের পুলিশ সুপারের নবগঠিত বিভিন্ন টিমের মাধ্যমে প্রতিদিনই নড়াইলের বিভিন্ন জায়গা থেকে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীদের আটক করছে। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানায় মা-ছেলেসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নড়াগাতি থানা পুলিশ। বিস্তারিত উজ্জ্বল রায়ের রিপোর্টে আটককৃতরা হল নড়াগাতি থানার বাগুডাঙ্গা গ্রামের আবু সামা শেখের স্ত্রী রেহেনা (৪৫) তার ছেলে মোঃ ওহেদ আলী (২০) ও গোপালগঞ্জ সদর উপজেলার ঘোশগাতি গ্রামের আব্দুর রউফ শেখের ছেলে সোহেল রানা। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ১১টার দিকে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গাইন এর নেতৃত্বে এক দল পুলিশ বাগুডাঙ্গা গ্রামের আবু সামা শেখের বাড়িতে অভিযান চালিয়ে ৩৫০পিস ইয়াবাসহ আটক করে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার জানান, তারা এলাকায় দীর্ঘদিন গোপনে মাদকের ব্যাবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম এ প্রতিবেদক উজ্জ্বল রায়ের কাছে বিষয়টি নিশ্চিত করেন।

Comments
Loading...