নড়াইলে আমার সংবাদ পত্রিকার চতুর্থ বার্ষিকী উদযাপন
উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে আমার সংবাদ পত্রিকার চতুর্থ বার্ষিকী আজ শুক্রবার রুপগঞ্জ বাজার নিজস্ব কার্যালয়ে আয়োজন করা হয়। নড়াই্ল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কেক কেটে উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল মাহমুদ তুফান, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুল, ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি প্রনাব সাহা, যুবলীগ নেতা সজীব পালিত, ছাত্রলীগ কর্মী সবুজ, বিপ্লব, নূরে আলম,সহ উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নৃপেন বিশ্বাস আরোও উপস্থিত ছিলেন মাইজপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান জালাল উদ্দিন মন্টু গণ মাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল নাইন জেলা প্রতিনিধি ইমরান হোসেন জি টিভির জেলা প্রতিনিধির মির্জা মাহমুদ রন্টু,সমাজের কথা জেলা প্রতিনিধি আল-আমিন,সমাজের কাগজের জেলা প্রতিনিধি আশরাফ হোসেন উজ্জল, বুলু দাস আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বনাথ বিশ্বাস, গৌতম মল্লিক, বিনয় দাসসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।