উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে ইউনিয়ন পরিষদের সচিবদের তিনদফা মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান। বুধবার নড়াইল বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতি (বাপসা) এর আয়োজনে আদালত সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ এর মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। ইউনিয়ন পরিষদের সচিবদের পদবী পরিবর্তন পূর্বক বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নিত করনসহ কর্মকর্তার মর্যাদা প্রদান। বেতন, বোনাস, পেনশন, আনুতোষিক, ল্যামগ্রান্ট, শ্রান্তিবিনোদন ভাতাসহ যাবতীয় অর্থ সরকারি কোষাগার থেকে প্রদানের ব্যবস্থা করা এবং সকল উন্নয়ন মূলক প্রকল্পের নথিপত্র ও বিল ভাউচারে ইউপি সচিবের স্বাক্ষরসহ তদারকি নিশ্চিত করার দাবি জানানো হয় স্মারকলিপিতে। এসময় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতি (বাপসা) জেলা সভাপতি সৈয়দ নুরুল আলম, সাধারন সম্পাদক আরব আলী, বাবুল কুমার মজুমদার, রজিবুল ইসলাম, দিপক কুমার, বিষ্ণুপদ ঘোষ, শফিউল্লাহ শাহীন, মোরাদ হোসেন উপস্থিত ছিলেন।