নড়াইলে ট্রাকের ধাক্কায় পুলিশের এসআই নিহত
উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইল-ফুলতলা সড়কের বিছালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক ফরিদপুরের বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আলেক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে নড়াইল সদর উপজেলার বিছালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এসআই আলেক ফরিদপুরের বোয়ালমারী থানায় কর্মরত ছিলেন। তিনি খুলনার ফুলতলা উপজেলার ভাটিয়া গ্রামের আব্দুস সাত্তার খানের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক জব্দ করলেও চালক পালিয়ে গেছে। বিছালী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে জানান, এসআই আলেক মোটরসাইকেলযোগে খুলনার ফুলতলার বাড়ি থেকে কর্মস্থল ফরিদপুরের বোয়ালমারী থানায় যাওয়ার পথিমধ্যে দুপুর ১২টার দিকে নড়াইলের বিছালীতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।