নড়াইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১০৭ পিস ইয়াবাসহ আটক ৩
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের ফয়েজ মোড় থেকে নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পারভীন বেগম রূপসীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। বিস্তারিত উজ্জ্বল রায়ের রিপোর্টে, লোহাগড়া থানার এএসআই অলিউর রহমান এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে জানান, ঢাকার মিরপুর থানায় ১৯৯৭ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে র”পসীর নামে দু’টি মামলা হয়। দু’টি মামলাতেই ২০০৩ সালে তার যাবজ্জীবন সাজা হয়। এরপর রূপসী পলাতক ছিলেন। র”পসী নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া কুলুপাড়ার আব্দুল খালেক মেয়ে। বর্তমানে লোহাগড়ার মাইটকুমড়া আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতেন। অপর দিকে নড়াইলের আলাদা দু’টি স্থান থেকে ১০৭ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে লোহাগড়া উপজেলার কুচিয়াবাড়ি গ্রাম থেকে ৬৮ পিস ইয়াবাসহ রাজু আহমেদ (২৪) এবং নড়াগাতি থানার চাপাইল ফেরিঘাট এলাকা থেকে ৩৯ পিস ইয়াবাসহ নূর ইসলামকে (৪৫) আটক করা হয়। গতকাল রাত ৮টার দিকে তাদেরকে আটক আটক করে পুলিশ। লোহাগড়া থানার এসআই নয়ন জানান, রাজু কুচিয়াবাড়ি গ্রামের আতিয়ার রহমানের ছেলে। এদিকে, নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল জানান, নূর ইসলাম গোপালগঞ্জ জেলার চরমানিকদহ গ্রামের মনির আহমেদের ছেলে।