নড়াইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

atok

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোহাম্মদ ওবায়দুল্ল্হাকে আটক করেছে পুলিশ। রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেলে জামিন লাভের পর নড়াইল জেলগেট থেকে তাকে আটক করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বছরের ২১ জুলাই লোহাগড়া উপজেলার মিঠাপুর বাজার এলাকা থেকে নাশকতার মামলায় ওবায়দুল্ল্হাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, জামায়াতে ইসলামীর নেতা ওবায়দুল্লাহর নামে ২০১৩ সালের ১১ ডিসেম্বর নড়াইলের ডুমুরতলায় পুলিশের ওপর হামলা মামলাসহ নাশকতার মামলা রয়েছে।

Comments (0)
Add Comment