পঙ্গু কামালের সংসার চলে ইজিবাইক চালিয়ে
জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:
পঙ্গু হয়েও থেমে নেই সংগ্রামী কামালের জীবন। ঝিনাইদহ সদর উপজেলার বাটিকাডাঙ্গা গ্রামের মো. বাতেন মিয়ার ছেলে সড়ক দুর্ঘটনায় এক পা হারিয়ে মো. কামাল হোসেন (৩৮) দীর্ঘদিন ধরেই পঙ্গু। জীবন সংগ্রামের কঠিন বাস্তবতায় সংসারের হাল ধরতে তিনি বেছে নিয়েছেন ইজিবাইক। গত দুই বছর ধরে তিনি ইজিবাইক চালিয়ে সংসার চালাচ্ছেন। তার এই সংগ্রামী জীবনের পাশে দাঁড়াতে সমাজের বৃত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তিনি।