পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গৃহবধূ সামসুন নেহারের খুনীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গৃহবধূ সামসুন নেহারের খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তেঁতুলিয়া চৌরাস্তায় বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নারী উন্নয়ন ফোরাম ও এলাকাবাসী। গত বুধবার দুপুরে তেঁতুলিয়া উপজেলা নারী উন্নয়ন ফোরামের ব্যানারে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে নারী উন্নয়ন ফোরাম, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সচেতন মহল ও এলাকাবাসী অংশ নেয়। মানববন্ধনে তেঁতুলিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি সুলতানা রাজিয়া, আওয়ামী লীগের নেতা রিয়াজুল ইসলাম মোল্লা, বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া ও শিক্ষার্থী তামান্না আক্তার তনি বক্তব্য রাখেন। বক্তারা গৃহবধূ সামসুন নেহারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করে অবিলম্বে প্রকৃত খুনীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ৮ আগস্ট সকালে তেঁতুলিয়া থানা পুলিশ সাহেবজোত গ্রামের স্বামীর বাড়ির রান্না ঘর থেকে গৃহবধূ সামসুন নেহারের গলা কাটা লাশ উদ্ধার করে। নিহতের ভাই তেঁতুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।