পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: তেঁতুলিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। বুধবার রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পন দিয়ে শুরু হয়েছে দিবসটির সম্মান ও শ্রদ্ধা জানানোর যাত্রা। সকাল ১০ টায় উপজেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তেঁতুলিয়া পাইলট মাঠে উপজেলার প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এর শুভ সূচনা করেন। পরে জাতীয় সংগীত, মার্চপাস, শরীরচর্চা দিয়ে শুরু হয় কর্মসূচির অনুষ্ঠান। মার্চ পাসে অংশ নেয় তেঁতুলিয়া মডেল থানা পুলিশ, আনসার ভিডিবি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরপর শুরু হয় শিক্ষার্থীদের শারীরিক চর্চা প্রদর্শন। দুপুর ১২টায় শুরু হয় বীর মুক্তিযুদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান পর্ব। এসময় ফুলের শুভেচ্ছায় শ্রদ্ধা জানানো হয় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ কারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের। অত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, এ্যাসিল্যান্ড মির্জা হাসান মুরাদ বেগ, তেঁতুলিয়া মডেল থানার ওসি জেড এম আসাদুজ্জামান, ওসি (তদন্ত) আবু হায়দার মো: আশরাফুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলুুু সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা ও এলাকার জনসাধারণ , সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান, আনসার, গ্রাম পুলিশ ও বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠন এবং প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা। বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ প্রশাসনের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সমাপ্তি ঘটে।