Connecting You with the Truth

পঞ্চগড়ে বিএনপি’র ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

01পঞ্চগড় প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে জেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি মোজাহার হোসেন ও পৌর বিএনপির সভাপতি পৌর মেয়র তৌহিদুল ইসলামের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা র‌্যালিতে অংশ নেন। র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে দলীয় কার্যালয়ের সামনে রক্তদান কর্মসূচি পালন করা হয়।

Comments
Loading...