Connecting You with the Truth

পঞ্চমের গানে পঞ্চম তুমি কোথায়!

b-6
বিনোদন ডেস্ক:
বহুদিন পর পূজার অ্যালবাম নিয়ে হাজির হয়েছেন আশা ভোঁসলে। ১৯৯০ সালে শেষবার এইচএমভি থেকে পূজার অ্যালবাম বের করেছিলেন তিনি। অ্যালবামটি নিয়ে শ্রোতামহলে সাড়া পড়ে যাওয়ার এটা একটা কারণ। কিন্তু আসল কারণ তো অন্যখানে! অ্যালবামের গানগুলি সবই পুরনো। রাহুল দেব বর্মনের বিখ্যাত গানগুলি নতুন করে গেয়েছেন আশা। তালিকায় আছে ‘শোনো এই তো সময়’, ‘ফিরে এসো অনুরাধা’, ‘রুবি রায়’, ‘শোনো মন বলি তোমায়’ সহ ৮টি গান। অ্যালবামের নামও রাখা হয়েছে ‘পঞ্চম তুমি কোথায়’। ১৫ সেপ্টেম্বর এর মোড়ক উন্মোচন হয়েছে। এখন প্রশ্ন উঠেছে- পঞ্চম বনাম আশা, নাকি আশা-পঞ্চম জুটি? আশার গায়কী কি চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে পঞ্চমের কণ্ঠকে? আশা ভোঁসলে কিন্তু মোটেই এসব ভাবছে না। বলছেন, ‘অরিজিনাল সব সময়ই রিমেক-এর থেকে ভালো হয়। আর পঞ্চমের গাওয়া গানের তো তুলনাই চলে না। তবে আমি নিজের মতো করে গানগুলো গাওয়ার চেষ্টা করেছি। পঞ্চমকে প্রতিটি লাইনে খুঁজেছি। মনে হয়েছে, ও পাশে দাঁড়িয়ে আমাকে দিয়ে গাইয়ে নিয়েছে।’



Comments
Loading...