Connecting You with the Truth

পদ্মশ্রী পুরস্কারের নাম ঘোষণায় সঞ্জয় লীলা বানসালির নাম

বিনোদন ডেস্ক:
এ বছর ভারতের সম্মানজনক পুরস্কার পদ্মশ্রীর জন্য খ্যাতনামা পরিচালক সঞ্জয় লীলা বানসালি এবং লেখক ও গীতিকার প্রসূন যোশির নাম ঘোষণা করা হয়েছে। সম্মানের দিক দিয়ে পদ্মশ্রী ভারতের চতুর্থ রাষ্ট্রীয় পুরস্কার। ভারতের ৬৬ তম প্রজাতন্ত্র দিবসের আগের দিন এই নামগুলো ঘোষণা করা হয়। সঞ্জয় লীলা বানসালি এবং প্রসূন যোশি এতো বছর ধরে শিল্পচর্চায় অবদান রাখার জন্য এই পুরস্কার পাবেন। সঞ্জয় লীলা বানসালির সিনেমাগুলোর দিকে একবার তাকালেই বোঝা যায় তার গল্প বলার ধরণটা ভিন্ন। সঞ্জয় লীলার ‘খামোশি: দ্যা মিউজিকাল’, ‘দেবদাস’, ‘ব্ল্যাক’ অথবা গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ এই সব সিনেমাই দর্শকের মন ছুঁয়ে গেছে। এছাড়াও সঞ্জয় ২০০৮ সালে প্যারিসে একটি অপেরা পরিচালনা করেন। তিনি ছোট পর্দায়ও তার সফলতার ছোঁয়া রেখেছেন। তার পরিচালিত ‘সরস্বতীচন্দ্র’ ছোট পর্দায় অনেক জনপ্রিয়তা পায়।

Comments
Loading...