Connecting You with the Truth

পদ্মা সেতুর অবকাঠামো নির্মাণ শুরু অক্টোবরে: সেতুমন্ত্রী

স্টাফরিপোর্টার:  আগামী জুন মাসে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং অক্টোবর মাসেই পদ্মাসেতুর মূল অবকাঠামোর নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এক সভায় সাংবাদিকদের তথ্য জানান তিনি।

এদিকে, বর্ষা মৌসুমের আগেই দেশের সকল জেলা ও আঞ্চলিক সড়কের মেরামত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।  আগামী বর্ষার আগেই জেলা সড়কগুলো মেরামতের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, ‘মহাসড়ক ও জেলা সড়কে ফাটল ও বড় বড় গর্ত যাতে না থাকে। এ বিষয়টি কঠোরভাবে দেখার জন্য নির্দেশ দিচ্ছি।’

ওবায়দুল কাদের জানান, সেতুর পাইলিংয়ের জন্য প্রায় আড়াই হাজার টন ওজনের হ্যামার তৈরির কাজ ইতিমধ্যে জার্মানিতে শেষ হয়েছে। ১৫ মে তা মংলা বন্দরে এসে পৌঁছাবে।

উল্লেখ্য, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছে, ২০ হাজার ৫০৭ কোটি ২০ লাখ টাকা (দুই দশমিক ৯১৫ বিলিয়ন মার্কিন ডলার)।

১২ হাজার ১৩৩ কোটি ৩৯ লাখ টাকায় মূল সেতু নির্মাণের কাজ পেয়েছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড।

সভায় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) প্রধান প্রকৌশলী মো. ফিরোজ ইকবাল, মন্ত্রণালয় এবং অধীনস্থ দফতর ও মনিটরিং টিমের প্রধানরা উপস্থিত ছিলেন।

Comments
Loading...