জাতীয়

পদ্মা সেতু সহ সকল চলমান প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের তাগিদ

Published

on

স্টাফ রিপোর্টার:
নিজস্ব অর্থায়নে শুরু করা পদ্মা সেতু প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণসহ চলমান অন্য প্রকল্পগুলোর কাজও এগিয়ে নেওয়ার সুপারিশ করেছে। গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তাগিদ ও সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, একেএমএ আউয়াল (সাইদুর রহমান), নুরুজ্জামান আহমেদ, ফয়জুর রহমান, নাজমুল হক প্রধান, মো. মনিরুল ইসলাম এবং লুৎফুন নেছা অংশ নেন। সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সড়ক বিভাগের সচিব এমএএ ছিদ্দিকসহ সংশ্লি¬ষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। কমিটি সূত্র জানায়, বৈঠকে বিআরটি’র সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় পদ্মা সেতু প্রকল্প ও ঢাকা-চট্টগ্রাম চার লেনের সার্বিক কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়। বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, পদ্মা সেতু নির্মাণ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলেছে। কমিটি পদ্মা সেতু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পসহ চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত সম্পন্নের সুপারিশ করে। একই সঙ্গে জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কের দু’পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনাগুলোও দ্রুত অপসারণের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version