Connecting You with the Truth

পরিচয় গোপন করলেন রিচি!

b-3
বিনোদন ডেস্ক:
নিজের পরিবারের কাছে পরিচয় গোপন করছেন অভিনেত্রী রিচি সোলায়মান। সেই রহস্য বের করে ফেলেছেন একজন আলোকচিত্রী। তবে এটা বাস্তবে নয়, একটি টেলিছবির চিত্রনাট্য। নাম ‘স্বর্ণকুহক’। লিখেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল। এতে আরও অভিনয় করছেন প্রভা, সাব্বির আহমেদ, আবদুল্লাহ রানা প্রমুখ। ১১ সেপ্টেম্বর থেকে রাজধানীর উত্তরায় এর দৃশ্যায়ন শুর“ হয়েছে। নাট্যকার শান্তনু বলেন, ‘গল্পে অধরা এবং অবনি নামে দুটি চরিত্র আছে। তাদেরকে ঘিরেই মূলত গল্প। অধরা চরিত্রে রিচি আর অবনি চরিত্রে দেখা যাবে প্রভাকে। অবনির বিয়ের প্রস্তাব আসার পর অধরার নতুন একটি পরিচয় পাওয়া যায়। এরপর কাহিনী মোড় নেয় অন্যদিকে।’ আসছে কোরবানি ঈদে একটি টিভি চ্যানেলে প্রচার হবে টেলিছবি ‘স্বর্ণকুহক’।


Comments
Loading...