পরিচয় মিলেছে আজিমপুরে নিহত ‘জঙ্গির’
অনলাইন ডেস্ক: রাজধানীর আজিমপুরে পুলিশের অভিযানে নিহত জঙ্গির পরিচয় মিলেছে। তার প্রকৃত নাম শমসেদ হোসেন। বাড়ি রাজশাহীর বোয়ালিয়ায়। রবিবার ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের ভাষ্যে, নব্য জেএমবির এই সদস্যের সাংগঠনিক নাম আবদুল করিম। তিনি গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারীদের সহযোগী।
শনিবার সন্ধ্যায় আজিমপুর বিজিবি সদরদপ্তরের ২ নাম্বার গেইটের ঐ বাসায় পুলিশের অভিযানের সময় জামশেদ ওরফে আবদুল করিমের লাশ পাওয়া যায়। আহত হন সন্দেহভাজন তিন নারী জঙ্গি ও পাঁচ পুলিশ সদস্য। অভিযানে ঐ বাসা থেকে একটি ছেলেসহ তিন শিশুকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।