পাঁচ মহাদেশের চ্যাম্পিয়ন!
স্পোর্টস ডেস্ক:
ফুটবলে পাঁচবার বিশ্বকাপ জিতে সবার উপরে ব্রাজিল। অস্ট্রেলিয়া হয়ত ফুটবলে পারেনি কিন্তু ক্রিকেটে ঠিকই পাঁচবার বিশ্বকাপ জিতে সবার ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে তারা। শুধু বিশ্বকাপ জিতেই তারা ক্ষান্ত হননি। গড়েছে নানান রেকর্ড ও। বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়াই একমাত্র দল যারা ৫টি ভিন্ন মহাদেশে জিতেছে বিশ্বকাপ। ১৯৮৭ সালে এশিয়া মহাদেশে প্রথম বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া। ১৯৯৯ সালে ইউরোপ মহাদেশে দ্বিতীয় বিশ্বকাপ জিতে তারা। ২০০৩ সালে আফ্রিকা মহাদেশে জয় করে তাদের তৃতীয় বিশ্বকাপ। ২০০৭ সালে উত্তর আমেরিকা মহাদেশে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া এবং সর্বশেষ অস্ট্রেলিয়া মহাদেশে ২০১৫ সালে চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া। এখন শুধু দক্ষিণ আমেরিকা এবং এন্টার্টিকা মহাদেশ বিশ্বকাপ জয়ের বাকি আছে অজিদের। কে জানে! হয়ত অদূর ভবিষ্যতে এই দু মহাদেশেও চ্যাম্পিয়ন হয়ে যাবে অজিরা।