Connecting You with the Truth

পাইরেসির কারণে শিাল্পীদের হতাশা আইয়ুব বাচ্চু

ayub bachchu-3
বিনোদন প্রতিবেদক:
এলআরবির ‘যুদ্ধ’ অ্যালবাম প্রকাশের পর পেরিয়েছে দুই বছর। ব্যান্ডের প্রধান আইয়ুব বাচ্চুর সলো অ্যালবামও আসছে না অনেকদিন ধরেই। কারণ হিসেবে বাচ্চু বললেন, অডিও বাজারের অব্যবস্থাপনা দূর না হওয়া পর্যন্ত অ্যালবাম বের করছেন না তারা। আইয়ুব বাচ্চু বলেন, “পাইরেসির কারণে একটা অ্যালবামও বিক্রি হয় না। অ্যালবাম বিক্রি না হলে আমরা শিল্পীরা বাঁচবো কীভাবে। আমরা পেশাদারি পর্যায়ে সংগীত নিয়ে কাজ করি। যদি বেঁচে থাকতে না পারি তবে সংগীত করব কীভাবে? এ কারণে, বাজারের অবস্থা ভালো না হলে আমাদের কোনও অ্যালবাম বের হবে না।” গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পীদের মেধাস্বত্ত্ব রক্ষায় বাংলাদেশ লিরিসিস্টস, কম্পোজার্স অ্যান্ড পারফর্মারস সোসাইটি (বিএলসিপিএস) আÍপ্রকাশ করেছে সম্প্রতি। আইয়ুব বাচ্চু জানান, সংস্থাটির সঙ্গে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবার)-এর মাধ্যমে এলআরবি জড়িত আছে। নতুন অ্যালবাম না করলেও নতুন শিল্পীদের জন্য কাজ করছেন বলে জানালেন বাচ্চু। সম্প্রতি নিজের প্রতিষ্ঠান এবি কিচেনের মাধ্যমে ‘অ্যাকুস্টিক লাইভ’ নামে কনসার্ট প্ল্যাটফর্ম তৈরি করেছেন। নতুন শিল্পীদের নিয়ে নিয়মিত কনসার্ট করাই হচ্ছে প্ল্যাটফর্মটি তৈরির উদ্দেশ্য। “নতুন শিল্পীদের চর্চা ও পরিচিতি বাড়াতে ‘অ্যাকুস্টিক লাইভ’ একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যে প্ল্যাটফর্মে একেবারে নতুন শিল্পীদের সুযোগ দেওয়া হবে।” ‘এবি ব্ল“জ ক্লাব’ নামে আরও একটি প্রকল্প নিয়েও কাজ করছেন তিনি। বাংলায় ব্ল“জ ধারার সংগীত চর্চাই এ প্রকল্পের উদ্দেশ্য। বললেন, টেলিভিশনের রিয়েলিটি শোয়ের মাধ্যমে শিল্পীদের প্রতি সুবিচার হয় না, কেবল এসএমএস ব্যবসা জোরদার হয়। যে কারণে ব্যাক্তিগতভাবে নতুন শিল্পী তুলে আনতে উদ্যোগ নিয়েছেন তিনি।

Comments
Loading...