Connecting You with the Truth

পাকিস্তানি তারকাদের ভারত ছাড়ার নির্দেশ

pakistani-actorবিনোদন ডেস্ক: ভারতের উত্তরাঞ্চলে জম্মু ও কাশ্মীরের উরি শহরের একটি সেনাঘাঁটিতে গেল ১৮ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় ১৮ সেনা নিহত হয়েছেন। পাল্টা আক্রমণে নিহত হয়েছে ৪ জঙ্গিও। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রোববার (১৮ সেপ্টেম্বর) ভোরের দিকে সেনাঘাঁটিতে হামলা চালানো হয়। যার কারনে ভারতে সার্বিক পরিস্থিতি ভীষণ উত্তপ্ত।
এ অবস্থায় ভারতে অবস্থারত পাকিস্তানি তারকাদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নির্দেশ প্রদান করেছে মহারাষ্ট্র নব নির্মাণ সেনা।
সেখানকার নব নির্মাণ সেনার সিনেমা ওয়ার্কার্স ইউনিটের প্রধান অময় খোপকার বলেছেন, আমরা পাকিস্তানি তারকাদের ভারত ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছি। তারপর তাদের দেশ থেকে ঠেলে বের করে দেয়া হবে। পাকিস্তানের তারকারা ভারত না ছাড়লে যে কোনো জায়গায় তাদের ওপর হামলা হতে পারে। তারা বেধড়ক মারও খাবেন।
এই তালিকায় আছেন ফাওয়াদ খান, মাহিরা খানের মতো জনপ্রিয় অভিনয়শিল্পী, গায়ক আতিফ ইসলাম, গায়ক-অভিনেতা আলি জাফর প্রমুখ।

Comments
Loading...