পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের আফগান সীমান্তবর্তী পার্বত্য এলাকায় ব্যাপক লড়াইয়ে ৮০ জঙ্গিকে হত্যা করেছে দেশটির সেনারা। নিহত জঙ্গিরা নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান ও সহযোগী গোষ্ঠি লস্কর-ই-ইসলামের সদস্য বলে রোববার জানিয়েছেন পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা। অপরদিকে অন্তত ছয় সেনা নিহত হয়েছেন বলে পাকিস্তান তালেবান দাবি করেছে। গত কয়েকদিন ধরে পেশোয়ারের পশ্চিমের খাইবার এলাকার তিরাহ উপত্যকায় জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক বোমাবর্ষণ করে পাকিস্তানি যুদ্ধবিমানগুলো। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখার প্রধান জেনারেল অসিম বাজওয়া নিজের ট্যুইটার একাউন্টে বলেছেন, “খাইবারের ঘাঁটি থেকে সন্ত্রাসীদের উচ্ছেদ করা হয়েছে, তারা সীমান্তের দিকে পালিয়েছে। এ পর্যায়ে এখন পর্যন্ত ৮০ জন সন্ত্রাসী নিহত হয়েছেন, প্রায় ১০০ জন আহত হয়েছেন।” “এই এলাকাগুলোর সব সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান পুরো দমে চলবে।” শনিবার তালেবান মুখপাত্র মুহাম্মদ খুরাসানি জানিয়েছেন, তিরাহ উপত্যকায় তিন দিন ধরে তীব্র লড়াই চলছে। তিনি জানান, ১২ জন সেনার একটি দলকে লক্ষ্য করে একটি মাইন বিস্ফোরণ ঘটানো হয় এবং অপর একটি হামলায় ছয় সেনা নিহত হন। পাকিস্তান গোয়েন্দা সংস্থার দুটি সূত্র জানিয়েছে, জঙ্গিদের পাল্টা হামলায় সেনাবাহিনীর এক মেজর নিহত হয়েছেন। এরপর থেকে দক্ষিণ ওয়াজিরিস্তান এলাকায় বোমাবর্ষণ করা হচ্ছে, এতে বহু মানুষ পালিয়ে গেছেন বলে দাবি করেছেন তারা। ওই এলাকায় সংবাদকর্মীদের প্রবেশে বাধানিষেধ থাকায় দুপক্ষের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।