Connecting You with the Truth

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী গিলানির বিরুদ্ধে পরোয়ানা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী গিলানির বিরুদ্ধে পরোয়ানাপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির দুর্নীতি দমন আদালত। একই সঙ্গে দলের আরেক নেতা মাখদুম আমিন ফাহিমের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ডনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) আদালতে ইউসুফ গিলানি ও মাখদুম আমিন ফাহিমের বিরুদ্ধে দুর্নীতির ১২টি মামলার চার্জশিট দাখিল করার পর এই পরোয়ানা জারি করা হয়। ‘বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষ (টিডিএপি)’ কেলেঙ্কারিতে কোটি রুপির দুর্নীতির অভিযোগে এই চার্জশিট দাখিল করা হয়।

এর আগে এসব মামলায় গিলানি ও ফাহিমকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হলে তা উপেক্ষিত হয়। আজ চার্জশিট দাখিলের পর শুনানি শেষে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। সেই সঙ্গে ১০ সেপ্টেম্বরের মধ্যে অভিযুক্তদের আটক করে আদালতে হাজির করারও নির্দেশ দেয়া হয়।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...