পাকিস্তানের সূক্ষ চাল জওয়াহিরির হুমকির ভিডিও!
আল কায়দা প্রধান আয়মান অল জওয়াহিরির হুমকির ভিডিও ফুটেজ আসলে ভারতে সন্ত্রাসের আবহাওয়া ছড়িয়ে দিতে পাকিস্তানের সূক্ষ চাল। ভিডিও টেপটি প্রকাশ্যে আসার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মার্কিন গোয়েন্দাদের। ব্রুস রিডেল, প্রাক্তন সিআইএ অ্যানালিস্ট ও মার্কিন নিরাপত্তা কাউন্সিল প্রধানের দাবি, সন্ত্রাস ছড়ানোর অপরাধে পাকিস্তানকে সতর্ক করা হোক। তার অভিযোগ, পাকিস্তানই সন্ত্রাসের আঁতুড়ঘর।
রিডেল বর্তমানে ব্রুকিংস ইন্সটিটিউশনের প্রজেক্ট ডিরেক্টর। তার দাবি, পাক সেনা ও আইএসআই সরাসরি ভারতে সন্ত্রাসের আবহাওয়া ছড়াতে চাইছে। সে দেশে তৈরি হওয়া অশান্ত রাজনৈতিক পরিস্থিতির সুযোগে ভারতে সন্ত্রাসের আবহাওয়া তৈরির সুযোগ ছাড়তে চায় না পাকিস্তান। তিনি বলেন, জওয়াহিরি এই টেপটি পাকিস্তানে বসে তৈরি করেছে। তাকে নিরাপত্তা দিয়েছে আইএসআই। পাকিস্তানের রাজনৈতিক আবহাওয়াই এই নাটকের মূলে। পাক সেনা ও আইএসআই ফের আগুন নিয়ে খেলছে।