বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।
লাহোর হাইকোর্ট নওয়াজ শরিফ ও তার ভাই শাহবাজ শরিফ, ভাইপো হামজা শাহবাজ, স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, রেলমন্ত্রী রফিক ও তথ্যমন্ত্রী পারভেজের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন।
গত কয়েক সপ্তাহ ধরে পিএটি নেতা তাহির-উল-কাদির ও পিটিআই নেতা ইমরান খান নওয়াজ শরিফের পদত্যাগের জন্য আন্দোলন করছেন। নওয়াজ ২০১৩ সালে নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে ক্ষমতায় মসনদে বসেছে বলে অভিযোগ করেছে দুই পক্ষই।
বৃহস্পতিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সংসদে এক বিতর্কে জানান, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। সরকার আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করবে না।
তাহির-উল- কাদরি ও ইমরান খানের নেতৃত্বাধীন সরকার বিরোধী আন্দোলনে অন্যতম দাবি হচ্ছে নওয়াজের বিরুদ্ধে হত্যা মামলা।
এদিকে পিএটি তাদের নিহত নেতাকর্মীদের নামপ্রকাশ করেছে। গত ১৭ পুলিশের সঙ্গে সংঘর্ষে তারা নিহত হন।