Connecting You with the Truth

পাকিস্তানে আর তিন জনের প্রাণভিক্ষার আবেদন নাকচ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন অপরাধীর প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেইন।

দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে জানা গেছে, প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নাকচ করে দেয়ার পর ওই তিন বন্দির মৃত্যু পরোয়ানা ইতোমধ্যে জারি করা হয়েছে। মুলতান ও আদিয়ালা কারাগারে ফাঁসিতে তাদের মৃত্যুদণ্ড কার্যকর হবে।

তিন বন্দির মধ্যে দুইজন আহমেদ আলি এবং গুলাম সাব্বিরের মৃত্যুদণ্ড ৭ জানুয়ারি মুলতানের কেন্দ্রীয় কারাগারে কার্যকর হবে। অপর অপরাধী জুলফিকার আহমেদের মৃত্যুদণ্ড ১৩ জানুয়ারি আদিয়ালায় কারাগারে কার্যকর করা হবে।

২০১৪ সালের ডিসেম্বরে সন্ত্রাস সম্পর্কিত অপরাধে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের স্থগিতাদের তুলে নেয় দেশটির সরকার। ডিসেম্বরেই পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবান গোষ্ঠীর হামলায় ১৫০ জন নিহত হন। নিহতদের মধ্যে শিশুর সংখ্যা ১৪০।

নওয়াজ শরিফের সরকার মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেয়ার পর এ পর্যন্ত ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

Comments
Loading...