Connecting You with the Truth

পাকিস্তানে আল কায়েদার ৪ জঙ্গির মৃত্যুদণ্ড

pakআন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের একটি আদালত আল কায়েদার চার জঙ্গিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। ২০১২ সালের ১২ জুলাই আফজাল, আবদুল হাফিজ, জুলফিকার এবং কেরামত, এই চার জঙ্গি লাহোরের রাসুল পার্কে কারারক্ষীদের হোস্টেলে হামলা চালান। এই হামলায় খাইবার পাখতুনখোয়ার ১০ প্রশিক্ষণার্থী কারারক্ষী নিহত ও অপর সাতজন আহত হন। হামলা চালানোর বছরখানেক পর এই চার জঙ্গি বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রসহ গ্রেপ্তার হন। আদালত চারজনকে অবৈধভাবে অস্ত্র বহনের অভিযোগে দায়ের পৃথক মামলাতেও দোষী সাব্যস্ত করেছে। রায়ে তাদের যাবজ্জীবন কারদন্ডে দণ্ডিত করার পাশাপাশি ১৪ বছর সশ্রম দন্ডে দণ্ডিত করা হতে পারে।

Comments
Loading...