আন্তর্জাতিক
পাকিস্তানে ইমরান খানের অসহযোগের আন্দোলনের ডাক
পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান সে দেশের জনগণের প্রতি ট্যাক্স ও বিল না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগও দাবি করেন। সোমবার ইসলামাবাদে এক সমাবেশে ইমরান খান তার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখার সময় দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পদত্যাগ না করা পর্যন্ত আপনারা ট্যাক্স ও বিল বয়কট করে অসহযোগ আন্দোলনে শরীক হন। এদিকে, পুলিশ জানায়, সরকারবিরোধী দুটি দলের ৫৫ হাজার লোক ইসলামাবাদ শহরের দুটি রাস্তা দখল করে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তিনি জানান, ইমরান খানের দল ও তাহির উল-কাদরি দল ঘোষণা দিয়েছে, নওয়াজ শরীফ পদত্যাগ না করা পর্যন্ত তারা রাস্তায় অবস্থান করবেন। এদিকে, ইমরান খান সরকারের প্রতি সোমবার রাত পর্যন্ত সময় সীমা বেঁধে দিয়েছেন, সরকারের পদত্যাগের। তা না হলে এরপর থেকে তার দলের সমর্থকেরা সরকারি ভবন দখল করতে শুরু করবেন। কিছু প্রতিবাদী সমর্থক ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, তারা সরকারি ভবন দখল করতে দাঙ্গা পুলিশের সঙ্গে লড়াই করতে প্রস্তুত রয়েছেন। এ বিষয়ে ২১ বছর বয়সী এক ছাত্র মুহাম্মেদ কাসিম সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘আমার মা-বাবাকে আমি যাতে শহীদ হতে পারি,তার জন্য প্রার্থনা করতে বলেছি।’ অপরদিকে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পারভেজ রশিদ বলেছেন, রেড জোন এলাকার কোনো ভবন দখল করতে দেওয়া হবে না।
Highlights
মিথ্যা মামলায় গ্রেফতারের একদিন পরই অব্যহতি পেল হিজবুত তওহীদ ইন্ডিয়া ফাউন্ডেশনের সদস্যরা
Highlights
ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলা, নিহত ৮
Highlights
মার্কিন ড্রোন ভূপাতিত করে পুরস্কার পেলেন রাশিয়ান পাইলটরা
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস