Connecting You with the Truth

পাকিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত ৩

5413e92da452bপাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে তালিবান বিরোধী অভিযানের মধ্যেই দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কোয়েটা নগরীতে চালানো হলো গাড়ি বোমা হামলা।

শনিবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটার একটি বাজারে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে চালানো এ হামলায় সেনা সহ প্রাণ হারিয়েছে তিন জন। এছাড়া আহত হয়েছেন আরও ২৪ জন।
 
স্থানীয় পুলিশ কর্মকর্তা আব্দুর রাজ্জাক চিমা জানান, সকালে ওই বাজারের পাশ দিয়ে নিরাপত্তা বাহিনীর কনভয় যাওয়ার সময় এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে একজন সৈনিক ও দুইজন বেসামরিক লোক। কোনো গ্রুপ এখনও এ হামলার দায় স্বীকার করেনি বলে জানান তিনি।

আয়তনের দিক থেকে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তানে তালেবানদের পাশাপাশি তৎপর রয়েছে স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীরা। 

জ্বালানি সম্পদে সমৃদ্ধ প্রদেশটির রাজস্বের ওপর অধিকতর নিয়ন্ত্রণ এবং স্বায়ত্বশাসনের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে তারা। 

Leave A Reply

Your email address will not be published.