পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল!
পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্যে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে দলে প্রথমবারের মতো ডাক পেলেন ওপেনার রনি তালুকদার। যায়গা পান নি আরেক উদীয়মান ওয়ানডে ওপেনার লিটন দাস। দলে ফিরেছেন আবুল হোসেন ও। নিষেধাজ্ঞার কারণে প্রথম ম্যাচ খেলতে পারবেন না নিয়মিত ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
১৪ সদস্যের দল: তামিম ইকবাল, রনি তালুকদার, সৌম্য সরকার, মমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি মুর্তজা, তাসকিন আহমেদ, আবুল হাসান, রুবেল হোসেন, আরাফাত সানি।