Connecting You with the Truth

পাচারকারী স্বামীকে পুলিশে দিলো স্ত্রী

বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচার করার অভিযোগে বৃহস্পতিবার বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন এলাকা থেকে লাভু সরদার (৩৬)নামে এক পাচারকারী স্বামীকে পুলিশে ধরিয়ে দিয়েছে তার স্ত্রী। সে নড়াইল জেলার লোহাগড়া থানার পাচুরীয়া গ্রামের খলিল সরদারের ছেলে।

অভিযোগকারী স্ত্রী জানান, ৫ বছর আগে তার স্বামী প্রথম স্ত্রীর কথা গোপন করে তাকে বিয়ে করেন।এর ৩ বছর পর তিনি তাকে ভারতে বেড়ানোর কথা বলে গুজরাট শহরে নিয়ে বিক্রি করে দেয়।সেখান থেকে তিনি জানতে পারেন তার স্বামী লাভু বাংলাদেশ থেকে এর আগেও ৪/৫ জন নারীকে বিয়ে করে ভারতে এনে এভাবে বিক্রি করে দিয়েছেন।পরে পাচার হওয়ার ২ মাস পর কৌশলে সে পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন।
বৃহস্পতিবার তিনি গোপনে জানতে পারেন লাভু ভারত থেকে ফিরছেন।

পরে তিনি বেনাপোলে এসে থানা পুলিশকে এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে পুলিশ তাকে আটক করে।বেনাপোল পোর্ট থানার এসআই রফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান পাচারকারীকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে মামলা হবে।

Comments
Loading...