পাটগ্রামে ট্রেন-ইজিবাইক সংর্ঘষে ২ জননিহত
পাটগ্রাম প্রতিনিধি, লালমনিরহাট:
লালমনিরহাটের পাটগ্রাম বাসস্ট্যান্ড রেল ক্রসিংয়ে বুধবার সন্ধ্যায় ট্রেনের সাথে একটি ইজিবাইকের সংর্ঘষ হয়েছে।এতে শহিদার রহমান নামে একজন ইজিবাইক যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং অপর ৪ জনকে আশংকা জনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মো. মাজেদুলইসলাম (১০) নামে এক শিশুর মৃত্যুহয়। নিহতশহিদার ও ইউপজেলার আলাউদ্দিন নগর এলাকার জনৈক আমির উদ্দিনের পুত্র বলে প্রাথমিক ভাবে জানা যায়।
প্রত্যক্ষ দর্শীরা জানান, লালমনিরহাট বুড়িমারীস্থল বন্দর হতে পার্বতীপুর গামী করতোয়া এক্সপ্রেস নামক ট্রেনটি ওই রেলক্রসিংয়ে পৌঁছালে একই সময় একটি ইজিবাইক রেলক্রসিং পারহওয়ার চেষ্টাকরে।কিন্তু মাঝপথে ইজিবাইকের চাকা আটকে গেলে ট্রেনের ধাক্কায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে পাশে পড়েযায়।এতে শহিদার নামে একজন ঘটনাস্থলেই মারাযান।ইজিবাইকের অপর যাত্রীদের অবস্থা আশংকা জনক বলে জানাগেছে । তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পাটগ্রাম থানা পুলিশের অফিসারইনচার্জ আমিরুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।