Connecting You with the Truth

পাঠকদের জন্য আজকের টিপস

it-2
অন্যান্য ডেস্ক:
ভাতের পাতে হোক বা শরবতে, অনেকেই লেবু খেতে পছন্দ করেন। নিয়মিত খান বলে অনেকেই একবারে অনেকগুলো লেবু কিনে ফ্রিজে রেখে দেন। দীর্ঘদিন ফ্রিজে থাকলে লেবুর রস শুকিয়ে কমে যায়। একেবারে টাটকা লেবুর মতো বেশি রস পেতে চান? তাহলে জেনে নিন উপায়টি। ফ্রিজে রাখা লেবু থেকে বেশি রস বের করতে চাইলে ১৫ থেকে ২০ সেকেন্ড মাইক্রোওয়েভে রেখে তারপর ব্যবহার করুন। অথবা লেবু কাটার ১০ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে গরম পানিতে ডুবিয়ে রাখুন। দেখবেন, লেবু থেকে রস বের হয়েছে অনেক।

 

Comments
Loading...