পাবনায় ছাত্রলীগ-জামায়াত সংঘর্ষে আহত ১৫
পাবনা প্রতিনিধি:
পাবনায় যুবলীগ-ছাত্রলীগের কর্মীদের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। গতকাল দুপুর ২টার দিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ‘আমৃত্যু কারাদণ্ড’ রায়ের প্রতিবাদে জামায়াত-শিবির মিছিল বের করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, জোহর নামাজের পর পাবনা শহরে জামায়াত-শিবির কর্মীরা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদন্ডের রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের ইন্দিরা মোড়ে পৌঁছলে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা তাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৫ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এ সময় জামায়াত শিবিরের ১৫ নেতাকর্মী আহত হন। পাবনা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি রেজাউল করিম জানান, তাদের নেতা মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর ‘আমৃত্যু কারাদণ্ড’ রায়ের প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল বের করলে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা তাদের উপর হামলা চালায়। এ সময় তাদের ১৫ নেতাকর্মী আহত হয়। পাবনা সদর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ জানান, জামায়াত শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা মিছিল থেকে শহরে নাশকতা ও জানমালের ক্ষতি করার পাঁয়তারা করছিল। উপস্থিত যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা তা প্রতিহত করেছে মাত্র। পাবনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রোকনুজ্জামান মিয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫ রাউন্ড শটগানের গুলি ছুঁড়েছে। বর্তমানে ঐ অঞ্চলের সার্বিক পরিস্থিতি সাভাবিক রয়েছে।