Connecting You with the Truth

পাবের মধ্যে অভিনেতাকে সপাটে চড় মারলেন সানি!

suny

বিনোদন ডেস্ক: এমনিতে তিনি মেজাজ হারান না৷ সাক্ষাৎকারে তাঁকে অস্বস্তিকর প্রশ্ন করা হলেও তিনি কোনও বিরূপ প্রতিক্রিয়া দেখান না৷ সেই সানি লিওন কি না পাবের মধ্যে অবিনেতাকে চড় মারলেন? তাও আবার এক আধবার নয় একেবারে ছ’বার৷ মুম্বইয়ের এক পাবে এ দৃশ্য দেখে অনেকেই অবাক হয়েছিলেন৷ রুদ্রমূর্তিকে সানিকে দেখে ঘোর কাটছিল না উপস্থিত অনেকের৷ পরে অবশ্য তাঁদের বিস্ময় কাটে৷ জানা যায়, চড় সত্যি হলেও, আসলে তা শুটিংয়েরই অংশ৷

সম্প্রতি ‘বেইমান লাভ’ ছবির শুটিং করছেন সানি৷ এ ছবিতে তাঁর বিপরীতে 662573 আছেন অভিনেতা রজনীশ দুগ্গল৷ চিত্রনাট্য অনুযায়ী, রজনীশকে পাবে চড় মারবেন সানি৷ কিন্তু এ দৃশ্যের অভিনয় করতে গিয়ে সানি পড়লেন মহা ঝামেলায়৷ পরপর বেশ কয়েকটা ছবিতে তাঁর সহ অভিনেতা রজনীশ৷ আর তাই তাঁর গায়ে হাত তুলতে তুমুল অস্বস্তিতে পড়লেন সানি৷ একবারে হল না৷ পরপর ছটা টেক নিতে হল সানিকে এ দৃশ্যের জন্য৷ অগত্যা ছটা চড় খেতে হল সানিকে৷ শট ঠিকঠাক হচ্ছে না শেষ চড়টা এতটাই সপাটে মেরেচিলেন সানি, রজনীশ নাকি যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছিলেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন৷

শুটিংয়ের ক্রিউ ছাড়াও আরও বেশ কিছু মানুষ উপস্থিত ছিলেন পাবে৷ তাঁরা সানিকে দেখে প্রথমে হকচকিয়ে গেলেও, পরে শটশেষে হাততালি দেন৷ আপাতত পড়দায় ‘মস্তিজাদে’র রেশ চলছে৷ তা পেরিয়ে নতুন উপহার ফ্যানদের তুলে দিতেও তৈরি সানি৷

Comments
Loading...