পারফেক্টসনিস্ট আমিরের চোখে সর্বসেরা পিকে’ই
বিনোদন ডেস্ক:
মিস্টার পারফেক্টসনিস্ট খেতাবটা আর এমনি এমনিই পাননি আমির খান। গড়পড়তা কাহিনী আর চরিত্রের ছবিতে তার ঘোর আপত্তি। ‘থ্রি ইডিয়টস’, ‘তারে জামিন পার’ ঘরানার অন্য ধারার চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন বহুবার। তবে ভিন্নর্ধ ও চ্যালেঞ্জিং চরিত্রের ক্ষেত্রে আমির ‘পিকে’-কেই এগিয়ে রাখছেন। তার দাবী, এটিই তার অভিনয় জীবনের সবচেয়ে জটিল চরিত্র। আমির বলেছেন, ‘এটি এমন একটি চরিত্র যা নিমেষেই রূপ বদলায়। দুঃখের কোনো দৃশ্য থেকে মুহুর্তের মধ্যেই হাসির দৃশ্যে চলে যায়।’ চলচ্চিত্র জীবনে অনেক ধরণের চরিত্রেই অভিনয় করেছেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা। কিন্তু আমিরের মতে ‘পিকে’ ছবিতে তার যে চরিত্র, সে তুলনায় সেগুলো নাকি কিছুই না। ‘পিকে’ই তার জীবনের সর্বসেরা ও সবচেয়ে চ্যালেঞ্জিং ছবি বলে জানিয়েছেন তিনি।