বিনোদন
‘পাল্টে দেবে রোমিও ভার্সেস জুলিয়েট’ : মাহি
রঙ্গমঞ্চ ডেস্ক:
কথা ছিল আরেফিন শুভকে সঙ্গে নিয়ে ‘ওয়ার্নিং’ এ দেশ মাতাবেন মাহি। কিন্তু সিনেমাটির মুক্তি পিছিয়ে গেল। তবে মাহি কিন্তু পিছু হটেননি, ভারতীয় অভিনেতা অঙ্কুশকে নিয়ে ঠিকই হাজির হচ্ছেন বড় পর্দায়। এ জুটির প্রথম সিনেমা ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ মুক্তি পাচ্ছে ১৬ই জানুয়ারি। সিনেমাটির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী আলিম উল্যাহ খোকন মুক্তির খবর নিশ্চিত করেছেন। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ এই সিনেমার বাংলাদেশ অংশের পরিচালক। ভারতের এসকে মুভিজের ব্যানারে সিনেমাটির আরেক পরিচালক হিমাংশু ধানুকা। সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী মাহি বলছেন, “এই সিনেমাটি যৌথ প্রযোজনার সব সংজ্ঞা পাল্টে দেবে। দুই বাংলাতেই দারুণ ব্যবসা করবে সিনেমাটি।” মাহি নিজেও যৌথ প্রযোজনার ব্যাপারে চিন্তা করছেন। তিনি বলছেন, তার প্রযোজনা প্রতিষ্ঠান স্করপিয়নসের ব্যানারে নির্মিত প্রথম সিনেমা ‘নিয়তি’ যৌথ প্রযোজনায় নির্মিত হতে পারে। এই সিনেমার সেটে কথা হয়েছিল অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে। তিনি গ্লিটজকে বলেছিলেন, “আমরা দুই বাংলা মিলে যদি ভালোভাবে সিনেমা নির্মাণ করতে পারি তাহলে আমাদের এই সিনেমার বাজার আরও বড় হবে। আমি চাইব, বাংলাদেশের ও টালিগঞ্জের সব শিল্পী যেন যৌথ প্রযোজনার সিনেমার অংশ হতে পারে।” জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী আলিমউল্যাহ খোকন বলছেন, “আমরা চাই, ভারতের দর্শকরা বাংলাদেশের সিনেমা দেখুক। তাই এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছি।” খোকন আরও জানিয়েছেন, দুদেশেরই পরিবেশকরাই নিজ নিজ দেশে সিনেমাটি পরিবেশনার দায়িত্বে থাকবেন। এক অনুষ্ঠানে সিনেমাটির পরিচালক, প্রযোজক আব্দুল আজিজ বলেন, “পশ্চিমবঙ্গের শিল্পীদের বাংলাদেশিরা ভালোভাবেই চেনে, কিন্তু আমাদের দেশের বাপ্পী-মাহিদের তারা সেভাবে চেনে না। আমরা চাইছি নিয়মিত যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণ করে আমাদের শিল্পীদের সেদেশে পরিচিত করে তুলতে। একই সঙ্গে আমরা দেশী সিনেমাগুলো বিদেশের মাটিতেও প্রদর্শন করতে চাই।”
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস