Connecting You with the Truth

পিছিয়ে গেল মারুফ-প্রসূনের ‘সর্বনাশা ইয়াবা’

kazi-maruf-prosun-azad
বিনোদন ডেস্ক:
মুক্তির দিন ঠিক করার পর আবারও পিছিয়ে গেল কাজী মারুফ-প্রসূন আজাদ অভিনীত ‘সর্বনাশা ইয়াবা’ সিনেমাটি। এই শুক্রবার মুক্তি পাওয়ার কথা থাকলেও, সিনেমাটি এখন মুক্তি পাচ্ছে ২৬ সেপ্টেম্বর। প্রযোজক-পরিবেশক সমিতির ‘গড়িমসিতেই বার বার মুক্তি পিছিয়েছে এমন অভিযোগ করে শেষ পর্যন্ত দালতের দ্বার¯’ হন সিনেমার পরিচালক, প্রযোজক কাজী হায়াৎ। উচ্চ আদালতে একটি রিট করেন তারা। সেই রিটের প্রেক্ষিতে আদালত তিন কর্মদিবস সময় বেঁধে দিলে অবশেষে ২৬ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির তারিখ দেয় প্রযোজক-পরিবেশক সমিতি। ঈদুল আযহার ঠিক আগেই সিনেমা মুক্তি পেলে তা ব্যবসাসফল হবে না বলে আশঙ্কা করছেন, সিনেমার নায়ক কাজী মারুফ। “উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের আর্থিক ক্ষতি সাধনের উদ্দেশ্যে সিনেমার মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। প্রযোজক-পরিবেশক সমিতির খসরু-আলম প্যানেল আমাদের বিপক্ষে গুটি নাড়ছে। আমরা ধারণা করছি, তারাই বর্তমান প্রশাসককে নানাভাবে প্রভাবিত করে আমাদের সিনেমা মুক্তির দিন পিছিয়ে দিল।” খসরু-আলম প্যানেলের শামসুল আলম মারুফের এমন অভিযোগ অস্বীকার করে বলেন, “মারুফের অভিযোগ সত্যি নয়। আমাদের মাথা খারাপ হয়ে যায়নি যে, আমরা সিনেমা মুক্তি পিছিয়ে দেব। এটা সমিতির দায়িত্বে থাকা প্রশাসকই ভালো বলতে পারবেন।” প্রযোজক-পরিবেশক সমিতির দায়িত্বে থাকা মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল গ্লিটজ টিম। কিন্তু তিনি সাড়া দেননি। তরুণদের মাদকাসক্তিকে বিষয়বস্তু করে নির্মিত হয়েছে ‘সর্বনাশা ইয়াবা’। সিনেমাটি পরিচালনা করছেন কাজী হায়াৎ। পুলিশ বাবা ও মাকে পরিকল্পিতভাবে খুন করার অভিযোগে গ্রেফতার কলেজপড়–য়া ঐশীকেও সেলুলয়েডে নিয়ে এসেছেন বর্ষীয়ান এই পরিচালক। সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রসূন আজাদ ও শাহলা ইসলাম তমা।

Comments
Loading...